মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পলিটেকনিক ইঞ্জিনিয়ারদের নিয়ে কর্মশালা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বেকার যুবক যুবতীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরিকরণ নিয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পলিসি ডায়ালোগ দক্ষতা বৃদ্ধি ও বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার স্কিল ২১প্রকল্পের (আইএলও) এর আয়োজনে এবং বাংলাদেশ সরকার ও ইউরোপীয়ন ইউনিয়নের অর্থায়নে দিন ব্যাপী কর্মশালা গত সোমবার অত্র ইউস্টিটিউটে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১আগত প্রতিষ্ঠান প্রধানদের ধারণা ও প্রশিক্ষণ প্রদান করেন আইএলও কনসালটেন্ট হরিপদ দাশ। এ সময় আরো দক্ষতা, বৃদ্বি, উন্নয়ন ডায়ালোগ, পলিসি বৃদ্ধি বিভিন্ন বিষয়ে আলোচনা পরর্বতীতে তা লিপিবদ্ধ করে একটি প্রকাশনা তৈরি বিষয়ে আলোচনা করেন আইএলও প্রেগ্রাম অফিসার তানজিলুৎ তাসনু এবং কমিউনিকেশন অফিসার ফারহানা আলম। দিনব্যাপী কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাউথ ইউনির্ভারসিটির প্রফেসার প্রকৌশলী আশুতোষ নাথ, অ্যধক্ষ চিত্তরঞ্জন চাকমা, কেপিএম পরিচালক প্রকৌশলী ডক্টর, এম এম এ আব্দুল কাদের, পিডিবি প্রকৌশলী নুরুল আফছারসহ বিভিন্ন ইঞ্জিনিয়র ও প্রতিষ্ঠান প্রধানগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন