বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অধিনায়কত্বকে সুযোগ হিসেবে দেখছেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৮:৪৯ পিএম

বাংলাদেশ দল পরশু ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে ইন্দোরে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। এ সিরিজের আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করা হয় মুমিনুল হককে। অধিনায়ক হওয়াকে একটি সুযোগ হিসেবে দেখছেন কক্সবাজারের এই ক্রিকেটার। দায়িত্ব পাওয়াকে ভালো অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি এবং এতে কোন চাপ অনুভব করছেন না, ‘অধিনায়ক হিসেবে অতিরিক্ত চাপের কিছু নেই। এটা একটা সুযোগ, দারুণ অনুভূতি। আমার চিন্তায় বাড়তি কিছুই আনতে চাই না। স্বাভাবিক ধারায থাকতে চাই।’
অধিনায়ক হওয়া কখনো স্বপ্নও দেখেন নি এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান, ‘কখনো চিন্তাও করিনি এ (অধিনায়কত্ব) ব্যাপারে। কখনো স্বপ্নেও ভাবনি একদিন আমি বাংলাদেশের অধিনায়ক হবো। কিন্তু অনুভূতিটা ছিল দারুণ।’
ভারতের ইন্দোরে প্রথম টেস্টের পর দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট কোলকাতায় তিনি আক্রমণাত্বক নেতৃত্ব বজায় রাখতে চান, ‘অধিনায়ক হিসেবে আমি আক্রমণাত্বক হতে চাই। তাতেই সফলতা আসবে বলে আমি মনে করি। আমি মনে করি, সময়ের প্রেক্ষাপটে আক্রমণাত্বক মনোভাবের মধ্যে রক্ষণাত্বক প্রকাশ বজায় রাখতে হবে।’
দলের জন্য কিছু করতে পারাটাই বড় স্বার্থকতা বাংলাদেশর নতুন অধিনায়কের কাছে। তার ভাবনায় শুধু কেন্দীভূত দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে, ‘দেশকে প্রতিনিধিত্ব করছি, ভাবনার বিষয় এটিই। দলের জন্য ভালোকিছু করতে চাই।’
ক্যারিয়ারে পাঁচজন অধিনায়কের (মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ) অধীনে খেলেছেন মুমিনুল। সবার থেকেই সেরাটা নিয়ে তা উজাড় করে দিতে চান মাঠে, ‘বিভিন্ন অধিনায়কের কাছ থেকে শিখেছি অনেককিছু। প্রত্যেকের কাছ থেকেই নিতে চাই ইতিবাচক দিকগুলো। জটিল পরিস্থিতি কে কিভাবে সামাল দিত দেখেছি এবং সেখান থেকে শিখেছি। পরিস্থিতি মোকাবেলা করতে দেখেছি-কখনো আক্রমণাত্বকভাবে, কখনো রক্ষনাত্বকভাবে। তাদের কাছ থেকে অনেককিছু গ্রহন করেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন