রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৯:০৫ পিএম | আপডেট : ৯:১১ পিএম, ১২ নভেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ নিয়ে কাটছে না শঙ্কার মেঘ। এই আসরটি হওয়ার কথা ছিল নভেম্বরের ২১ তারিখে। আনুষ্ঠানিকভাবে এখনো তারিখ পেছানো হয়নি। তবে নির্ধারিত সময়ে এই টুর্নামেন্ট শুরু করা সম্ভব নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
তবে টুর্নামেন্ট যে ২১ নভেম্বর শুরু হবে না সে কথার ইঙ্গিত দিয়েছে বাফুফে। বরং আজ মঙ্গলবার বিকেলে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পর্কে আগামীকাল বুধবার জানাতে পারবো।’
এরআগে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ অবশ্য জানিয়েছিলেন, টুর্নামেন্ট পেছাবে না। তবে শেষ অবধি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বহুল আলোচিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন