শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাতে বল দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে: পূজারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৯:১৬ পিএম

দুপুরে গোলাপি বলে খেলতে কোনও সমস্যা হবে না। কিন্তু, পড়ন্ত বিকেলে এবং রাতেই বল দেখতে যত সমস্যা হবে ব্যাটসম্যানদের। ইডেনের দিন-রাতের টেস্টের আগে এমনটাই বললেন চেতেশ্বর পূজারা। চলতি মাসের ২২ তারিখ ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট ম্যাচের বল গড়াবে। তার আগে ইনদওরে ১৪ তারিখ হবে প্রথম টেস্ট। প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। বিসিসিআই টিভি-তে পূজারা বলেছেন, ‘‌দুপুরবেলায় বল দেখতে কোনও সমস্যা হবে না। কিন্তু, সন্ধ্যা হওয়ার সময়ে এবং রাতে বল দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ওই সেশনগুলোয় সাবধানে খেলতে হবে।’
গোলাপি বলে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে পূজারার। শুধু তিনি নন, ময়ঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, কুলদীপ যাদব দলীপ ট্রফিতে গোলাপি কোকাবুরা বলে খেলেছেন। পূজারা বলছেন, ‘ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।’
গোলাপি বল নিয়ে আশা-আশঙ্কা রয়েছে ক্রিকেটমহলে। অনেকেই বোর্ডের নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার বলের চরিত্র সম্পর্কে সন্দিহান। আগের অভিজ্ঞতা থেকে পূজারা জানেন কীভাবে খেলতে হবে গোলাপি বল। তিনি বলেন, ‘দেরিতে এবং শরীরের কাছাকাছি খেলাই রান করার চাবিকাঠি। আমার মনে হয় না বলের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন