বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার ছিটকে পড়লেন মাহবুব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১০:০৪ পিএম

মানস চৌধুরী, সালেহা পারভীন সেতু ও মৌমিতা আলম রুমির পর এবার নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের দল থেকে বাদ পড়লেন খোন্দকার মাহবুব বিল্লাহ! আজ রাতে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই তারকা খেলোয়াড়কে বাদ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। তথ্যটি নিশ্চিত করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো: জাহাঙ্গীর আলম। ক্যাম্পের নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত করা, টিটি কোর্টে পানি ঢেলে অনুশীলনের ব্যাঘাত ঘটানো এবং গভীর রাতে উচ্চস্বরে গালমন্দ করে ক্যাম্পে আতংক ছড়ানোর অভিযোগে মাহবুবকে বাদ দেয়া হয়েছে বলে জানান তিনি। জাহাঙ্গির বলেন,‘এসএ গেমসের মতো গুরুত্বপুর্ন ক্যাম্পে বিশৃংলা সৃষ্টির দায়ে ফেডারেশন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।’ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মাহবুবের পরিবর্তে নেপাল এসএ গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন রিফাত মোহাম্মদ সাব্বির। যিনি বর্তমানে দিল্লিতে ট্রেনিং করছেন। কার্যনির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে উপস্থিত থাকা ১৫ জনই মাহবুবকে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মানবিক দিক বিবেচনা করে বড় ধরনের নিষেধাজ্ঞা দেয়া হয়নি তাকে। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আরো বলেন,‘মানবিক দিক চিন্তা করে তাকে (মাহবুব) শুধুমাত্র এসএ গেমসের জন্যই নিষিদ্ধ করেছি আমরা। এছাড়া তাকে কেন শাস্তি দেয়া হবে না এই মর্মে একটি নোটিশ দেয়া হয়েছে। তবে পরবর্তীতে যদি সে আবারও বিশৃংখলা সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন