শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড় বুলবুলে কৃষি ফসলে ২৬৩ কোটি টাকার ক্ষতি : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ২৬৩ কোটি ৫ লাখ টাকা কৃষি ফসলের ক্ষতি হয়েছে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ফসলের ক্ষয়ক্ষতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৪২২ হাজার ৮৩৬ হেক্টর মোট আক্রান্ত জমির ৮শতাংশ। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২ হাজার ২১২ মেট্রিক টন। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২৬৩ কোটি ৫ লাখ টাকা। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫০ হাজার ৫০৩ জন। তিনি বলেন, গত ৮ থেকে ১০ নভেম্বর ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় দক্ষিণাঞ্চলের জেলা সমূহের উপর আঘাত হেনেছে। ঝড়ের আঘাতের ফলে উপকূলীয় ও পার্শ্ববর্তী ১৬টি জেলার ১০৩টি উপজেলায় এ ঝড়ের প্রভাব পড়েছে। ঘূর্ণি ড়ে বুলবুলের প্রভাবে প্রাথমিক ভাবে ১৬টি জেলায় রোপা আমন, শীতকালীন শাক সবজি, সরিষা, খেসারি, মসুর ও পান ফসল ক্ষতির তথ্য পাওয়া গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন