শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে সড়ক পরিবহণ আইন সম্পর্কে ট্রাফিক পুলিশের ব্যাপক প্রচারণা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৪:১৪ পিএম

সিলেটে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণা চালিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে মহানগরীর চৌহাট্টা পয়েন্টে সকাল ১১ টায় পথসভা অনুষ্টিত হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নিকুলিন চাকমা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), জ্যোতির্ময় সরকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আবুল খয়ের, মোঃ মুহিবুর রহমান টিআই(প্রশাসন), টিআই/নিখিল জীবন চাকমা, টিআই/হাবিবুর রহমান, টিআই/হানিফ মিয়া, সার্জেন্ট/হৈমন্তী সরকার সার্জেন্ট/নুরে আলম সিদ্দিকী, সার্জেন্ট/তানভীর আহমদ, সার্জেন্ট/ফাহাদ চৌধুরী।

কর্মসূচী চলাকালীন মাইকিং এবং লিফলেট বিতরণের এর মাধ্যমে মটরযান আইন-২০১৮ এর অপরাধ এবং শাস্তি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে জনসাধারণকে জানানোর লক্ষ্যে সিলেট মহানগরীর প্রতিটি পয়েন্টে বিলবোর্ড স্থাপন করা হয়।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন