শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্রীনগরে পুলিশ পরিচয়ে ছিনতাই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৪:৪৪ পিএম

শ্রীনগরে পুলিশ পরিচয়ে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার ষোলঘর ইয়াছমিন দেলোয়ার হাসপাতাল ও আটপাড়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার উপজেলার ষোলঘর বাজারের মাছ ব্যবসায়ী তাপস দাস,লক্ষন দাস ও এরশাদ ইজিবাইক (ব্যাটারি চালিত গাড়ি) যোগে ছনবাড়ি মাছের আড়তে মাছ ক্রয় করতে যাচ্ছিলেন। ইয়াছমিন দেলোয়ার হাসপাতালের সামনে আসা মাত্র মোটর সাইকেলে তিন ছিনতাই কারী পুলিশ পরিচয়ে তাদের ইজিবাইকটির পথ রোধ করেন। মাছ ব্যবসায়ীরা ইজিবাইক থামানোর কারন জানতে চাইলে, পুলিশ পরিচয়ধারীরা জানায়, তারা পুলিশ। একটি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই, তারা সবার গাড়ি তল্লাসি করছে। পরবর্তিতে পুলিশ পরিচয়ধারী ছিনতাই কারীরা ওই মাছব্যবসায়ীদের কাছ থেকে ৪১ হাজার টাকা নিয়ে যায় ও তাদেরকে থানায় আসতে বলেন। এছারা একই কায়দায় পুলিশ পরিচয়ে সিংপাড়ার মাছ ব্যবসায়ী সেলিম খানের কাছ থেকে ৩০ হাজার টাকা ও ১টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যপারে শ্রীনগর থানার তদন্ত অফিসার হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। আমরা ঘটনার তদন্ত করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন