শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সিআইপি সম্মাননা দিচ্ছে শিল্পমন্ত্রণালয়

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৫:২১ পিএম

২০১৭ সালে শিল্পখাতসহ সামগ্রিক উন্নয়নে বেসরকারিখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪৮ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা দেবে শিল্পমন্ত্রণালয়। আগামী ২০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের ৬ জন এবং ৮টি ক্যাটাগরিতে ৪২ জনকে সিআইপি সম্মাননা দেওয়া হবে।

বুধবার (১৩ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিল্প সচিব মো. আবদুল হালিম।

তিনি বলেন, এবার ৮টি খাতের মধ্যে বৃহৎ শিল্প উৎপাদন খাতে ১৫ জন, বৃহৎ শিল্প সেবা খাতে ৫ জন, মাঝারি শিল্প উৎপাদন খাতে ৯ জন, সেবা খাতে ৩ জন, ক্ষুদ্র শিল্প উৎপাদন খাতে ৫ জন, সেবায় ১ জন, মাইক্রো শিল্পে ২ জন এবং কুটির শিল্পে ২ জনকে সম্মাননা দেওয়া হবে।

পুরস্কার দেবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিল্পমন্ত্রী প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে শুরু হওয়া এ উদ্যোগে এ পর্যন্ত মোট ৩৪০ জনকে সিআইপি সম্মাননা কার্ড দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন