শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেখ রাসেল টেনিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৮:৪৮ পিএম | আপডেট : ৮:৫৪ পিএম, ১৩ নভেম্বর, ২০১৯

খুলনায় বুধবার শুরু হয়েছে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট। এদিন টুর্নামেন্টের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার গণভবনস্থ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী বলেন,‘পড়া-লেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। সব দিকেই এক্সপাট হতে হবে আমাদের সন্তানদের। তরুণদের ভেতরে দেশপ্রেম জাগ্রত করতে হবে। এ জন্য খেলাধুলাকে গুরুত্ব দেই আমরা। আমি নিজেই একজন স্পোর্টস পরিবারের মেয়ে। আমি জানি খেলাধুলা চরিত্র গঠন সহায়তা করে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। সে জন্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদের চরিত্র গঠন করতে হবে। খুলনায় আয়োজিত এ ধরনের টুর্নামেন্টের সাফল্য কামনা করি। অনেকগুলো দেশ এ টুর্নানেন্টে অংশ নেবে। আমি মনে করি যারা খেলোয়াড় তারা শুধু নিজেকেই উজ্জ্বল করে না। তারা দেশের মুখও উজ্জ্বল করে। আজকের তরুণরা সারা বিশ্বে খ্যাতি অর্জন করুক, এটাই আমার কামনা।’ শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে ১৮টি দেশের ২০ ক্লাবের ৬৪ জন টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন। যাদের মধ্যে ১০ জন রয়েছেন নারী খেলোয়াড়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন