শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মুমিনমাত্রই আল্লাহর রাসূলের জন্মে খুশি প্রকাশ করে -আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

আনজুমানে আল ইসলাহ ইউকের মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ২:৫৫ পিএম

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের দ্যা অট্রিয়াম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স।
গত রবিবার আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট আল্লামা হাফিজ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি ছিলেন হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ)’র ১৯ তম বংশধর, আওলাদে রাসূল শায়েখ সায়্যিদ আফীফুদ্দীন জিলানী বাগদাদী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথি আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আল্লাহর রাসূল (সা.) এর জীবনী আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো তাঁর ‘খুলুকে আজীম’ তথা সুমহান আদর্শে আদর্শিত হওয়া। এই খুলুকে আজীম আমাদেরকে শিক্ষা দেয় সেই দূরে ফেলে আসা প্রাণ প্রিয় জন্মভুমির বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানো, নির্যাতিত-মজলুম মানুষদের খিদমতে নিয়োজিত হওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে আওলাদে রাসূল হযরত শায়েখ সায়্যিদ আফীফুদ্দীন জিলানী বলেন, মীলাদুন্নবী এমন একটি বিষয় যা বিশ্ব-মুসলিমের মধ্যে দূরত্ব দূর করে তাদের অন্তরকে একীভূত করে তোলে। কারণ, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে মীলাদুন্নবী (সা:)’র মাহফিল। যেখানে আল্লাহর রাসূলের ভালোবাসা, তাঁর আলোচনা, তাঁর প্রতি দুরুদ শরীফ পড়া হয়।
আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও আল ইসলাহ ইয়ুথ ফোরামের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইদ আহমদের পরিচালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা শিহাব উদ্দিন, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের প্রেসিডেন্ট মুফতী ইলিয়াস হোসাইন, সেক্রেটারি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, বৃটিশ মুসলিম স্কুল বার্মিংহামের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর আহবাব হোসাইন, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, আনজুমানে আল ইসলাহ প্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ কয়েছুজ্জামান, সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস প্রমূখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন