শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কক্সবাজারে ইউনিয়ন ব্যাংকের সেবায় খুশী গ্রাহক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ৪:৫৭ পিএম

৪র্থ প্রজন্মের আধুনিক সেবা সম্বলিত ইসলামী ধারার একটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক। কক্সবাজারের প্রতিটি উপজেলা ও গ্রামে এই বয়াংকের সেবা জনপ্রিয়তা পেয়েছে।

ব্যাংকের এভিপি এবং কক্সবাজার শাখা ম্যানাজার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, একদল দক্ষ ও চৌকস কর্মী বাহিনী নিয়ে কক্সবাজারে শীর্ষস্থান ধরে রেখছে ইউনিয়ন ব্যাংক। এতে করে জেলার বভিন্ন উপজেলায় শাখা বৃদ্ধির চাপ রয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ২৪ নভেম্বর উখিয়া ও লিংক রোডে এক সাথে উইনিয়ন ব্যাংকের দুইটি শাখা উদ্বোধন হতে যাচ্ছে।

উল্লেখ্য ২০১৪ সালের ২৬ অক্টোবর কক্সবাজার শহরের বাজাঘাটায় ইউনিয়ন ব্যাংকের ১ম শাখা উদ্বোধন হয়। এর পর এখন পর্যন্ত ঈদগাঁও, বদরখালী ও টেকনাফের হ্নীলায় এই ব্যাংকের চারটি শাখা চালু
হয়েছ।
ইতোমধ্যে ইউনিয়ন ব্যাংক কক্সবাজারে সেবা ও মানের দিক থেকে খুবিই জনপ্রিয়তা পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন