বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিলে পেঁয়াজের সংকট থাকতো না: জাপা এমপি চুন্নু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ৮:৩৪ পিএম

প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিলে পেঁয়াজের সংকট থাকতো না: জাতীয় পার্টির এমপি চুন্নু
‘গত পরশু বাজারে পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা। ওইদিন এই সংসদে বাণিজ্যমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী দেওয়া বক্তব্যে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আছে বললেন। এটা বলার পরদিন মূল্য হয়ে গেলো ১৫০ টাকা। আর আজকে হলো ২০০ টাকা। পত্রিকায় দেখলাম ভারতে পেঁয়াজের মূল্য কমার কারণে কৃষক কাঁদছে। আমি মনে করি প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিলে এই সংকট থাকতো না।’-পেঁয়াজের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বের শেষে তিনি এই আহ্বান জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাজারে পেঁয়াজ নেই, বিষয়টি কিন্তু এমন নয়। বাজারে প্রচুর পেঁয়াজ আছে, তবু মূল্য বাড়ছে। আমি মনে করি, এটা একটি ষড়যন্ত্র। সরকারের অনেক অর্জন। এজন্য সরকারের বদনাম করার এটা একটা ওয়ে। আমার মনে হয়, একটি অভিযান দরকার আছে।’

এই নেতা বলেন, ‘অনেক ফেনসিডিল কারবারি রাস্তাঘাটে পুলিশের বন্দুকযুদ্ধে মরে যায়। পেঁয়াজের মূল্য যারা বাড়ায়, তারা একটি বন্দুকযুদ্ধে মরে যাক। তাহলে একটা উদাহরণ হবে।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে বলবো, আপনারা বের করুন, এটি ষড়যন্ত্র কিনা। মানুষ পেঁয়াজ কিনতে পারে না, কেবল এটা নয়; এতে সরকারের বদনাম হচ্ছে। কিছু খারাপ কাজের জন্য অনেক ভালো কাজ ম্লান হয়ে যায়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মজলুম জনতা ১৪ নভেম্বর, ২০১৯, ৮:৪৮ পিএম says : 0
পেয়াঁজ নিয়ে তেলেসমতি কান্ড,দেশে কোন আন্দলন হলোনা।বানিজ্যমন্তীর দায়সারা দ্বায়ীত্ব পালন।হু হু করে বাড়ছে পেয়াঁজের দাম।২০০ টাকা।ক্রয় খমতার বাইরে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন