শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাফওয়ার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও অভ্রনীল’র মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম


 বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) আঞ্চলিক শাখা বাশার ও বঙ্গবন্ধু পরিচালিত বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ এবং বাফওয়া স্মরণিকা ‘অভ্রনীল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিএএফ শাহীন হলে এ অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বাফওয়ার সভানেত্রী ইয়াসমিন জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিমান বাহিনী সদর দপ্তর, বিমান বাহিনী ঘাঁটি বাশার এবং বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুসহ ঢাকা এলাকায় বসবাসকারী বিমান বাহিনী সদস্যদের স্ত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাফওয়া বাশার এবং বঙ্গবন্ধু পরিচালিত ৮ মাসব্যাপি দীর্ঘমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ৪৬ জন ছাত্রীকে বাফওয়ার সম্মানিত সভানেত্রী সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি কৃতি প্রশিক্ষণার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে সনদপত্র লাভ করায় অভিনন্দন জানান এবং একইসাথে তাদের শ্রমলব্ধ শিক্ষাকে নিজের পরিবার তথা সমাজ উন্নয়নে কাজে লাগানোর জন্য পরামর্শ দেন। সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সকলে যেন আরও আগ্রহ নিয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং অন্যকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে বাফওয়া কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘অভ্রনীল’ উন্মোচন উপলক্ষে তিনি বলেন যে, এই স্মরণিকাটি বাফওয়ার সার্বিক কর্মকা-ের দর্পন স্বরূপ। এর মাধ্যমে বিমান বাহিনী সদস্যদের পরিবার এবং সন্তান-সন্তুতিদের মননশীলতা ও সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ ফুটে উঠেছে। বাফওয়ার কর্মকা-ে জড়িত থাকার পাশাপাশি স্মরণিকা প্রকাশে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের সদস্যরা যে কর্মস্পৃহা ও আন্তরিকতা প্রদর্শন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন