শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাদক নির্মূলেও সফল হব ময়মনসিংহে স্বরাষ্ট্রমন্ত্রী

মো. শামসুল আলম খান : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন জঙ্গিবাদ দমনে গোটা বিশ্বে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে বাংলাদেশকে। তিনি বলেন, এবার আমরা মাদক নির্মূলেও সফল হবো। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস, মাদক সবই দমন করেছে পুলিশ। এখনও কিছু মাদক ব্যবসায়ী রয়ে গেছে। আমরা দেশকে মাদককে মুক্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগোচ্ছি। আমরা অবশ্যই দেশকে মাদক মুক্ত করবো।’ মন্ত্রী ক্ষুদে বিতার্কিকদের যুক্তি ও তথ্যের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করলেন।

এর আগেই মন্ত্রী জেলা পুলিশ লাইন্সে উদ্বোধন করলেন চেতনায় অম্লান স্মৃতিস্তম্ভের। এ স্মৃতিস্তম্ভের রূপকার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন। এর আগে কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও তিনি একইভাবে ‘চেতনায় ৭১’ নির্মাণ করেছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা পুলিশের মোবাইল অ্যাপ্লিকেশন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানার অনলাইন জিডির পরীক্ষামূলক উদ্বোধন করেন।

কমিউনিটি পুলিশের মহাসমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন। মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনোয়ারুল আবেদিন তুহিন, কাজিম উদ্দিন ধনু, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, লেখক ও শিক্ষাবিদ ড.জাফর ইকবাল, জাদু শিল্পী জুয়েল আইচ, জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন