বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লিগ নয় স্কুল ও নারী হকি নিয়ে বাহফে’র ব্যস্ততা!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ১১:৫৫ পিএম

দেশের হকির সর্বোচ্চ ঘরোয়া আসর প্রিমিয়ার লিগ। সেই লিগ নিয়ে কোন সুখবর না থাকলেও বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) ব্যস্ত হচ্ছে স্কুল ও নারী হকি টুর্নামেন্ট নিয়ে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত বাহফে’র কার্যনির্বাহী কমিটির সভাতে হয়নি প্রিমিয়ার লিগ নিয়ে কোন আলোচনা ও সিদ্ধান্ত। সভার সিদ্ধান্ত অনুযয়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে স্কুল হকির আয়োজন করা হবে। আর চলতি বছরেই টার্ফে গড়াবে আট বিভাগীয় দল নিয়ে নারী হকি টুর্নামেন্ট। সভার সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে বিজয় দিবস হকি টুর্নামেন্টও আয়োজন করা হবে। এছাড়া আগামী বছর বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপের জন্য শিগগিরই বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প ফের চালু করা হবে সভা সুত্রে জানা যায়। এদিন বাহফে’র নতুন কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভায় সভাপতিত্ব করেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন