শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পেঁয়াজের নতুন নাম ‘উন্নয়ন ফল’ : পার্থ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:২২ পিএম

বিএনপি জোট ছাড়ালেও বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি প্রায় সময় দেশের নানা ইস্যু নিয়ে তার ফেসবুক পেইজে পোষ্ট দিয়ে থাকেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তেমন পেঁয়াজের মূল্য নিয়েও তিনি তার মতামত প্রকাশ করেছেন। ব্যঙ্গ করে বলেছেন পেঁয়াজের নাম পরিবর্তন করে ‘উন্নয়ন ফল’ নামে ডাকা উচিত। 
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার এমন মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়াও হয়।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে, ছবি তুলে রাখবে আর পদ্মা সেতুতে দাঁড়িয়ে দুই হাতে দুটা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ……পেটে লাথির উন্নয়ন …পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল ।।

প্রসঙ্গত শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ২৩০ তামের পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মেহেদী হাসান সাগর ১৮ নভেম্বর, ২০১৯, ৩:১০ পিএম says : 0
ঠিক এই বলেছেন লিডার সেলুট অাপনাকে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন