শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লাহোর হাইকোর্টে সরকারের বিরুদ্ধে নওয়াজের মামলা গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৭:৩৮ পিএম

ক্ষতিপূরণ বন্ড দেওয়ার শর্তে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাম বহির্গমন নিয়ন্ত্রণ তালিকা (ইসিএল) থেকে অপসারণ করা হবে, সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে একটি আবেদন লাহোর হাইকোর্ট (এলএইচসি) শুনানির জন্য গ্রহণ করেছে। শুক্রবার আদালত বিকেলে আবেদনের স্বীকৃতি বিষয়ে রায় সংরক্ষণ করেছিলেন।

সরকার এই মামলাটি প্রত্যাখ্যান করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল। এর বিরুদ্ধে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফের আইনজীবী আমজাদ পারভেজ যুক্তি দিয়েছিলেন যে এই আবেদন শুনানি করার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। তিনি বলেন, অতীতে বেশ কয়েকটি আদালতের রায় তাদের অবস্থান সমর্থন করে এবং নওয়াজের নাম শর্তহীনভাবে ইসিএল থেকে নামানোর পক্ষে তার যুক্তি দেখিয়ে আদালতের আদেশের অনুলিপি উপস্থাপন করেন। প্রাক্তন সামরিক শাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে বিদেশ ভ্রমণে যাওয়ার অনুমতি দেওয়া উদাহরণ দিয়ে তিনি বলেন, সরকার কাউকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তানি মুদ্রায় ৭০০ কোটির টাকার জামিন বন্ডে অসুস্থ নওয়াজ শরিফকে চিকিৎ‌‍সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল ইমরান খান সরকার। সেইসঙ্গে আরও কিছু শর্তারোপও করা হয়েছিল। সরকারের এই শর্তে একমত হতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী, পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ। এর বিরুদ্ধে তারা আদালতের শরনাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র: ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন