শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘ভারতের মর্যাদা মারাত্মকভাবে খর্ব করেছে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা নিশ্চিত করা যেতো কিন্তু ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধ নয়া দিল্লির অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার এ কথা বলেন।
চতুর্থ রামনাথ গোয়েনকা বক্তৃতামালায় অংশ নিয়ে তিনি আরো বলেন যে, প্রতিশোধপরায়ন পাকিস্তান জম্মু-কাশ্মীরে অব্যাহতভাবে সমস্যা সৃষ্টি করায় ১৯৭২ সালে সিমলা চুক্তি স্বাক্ষর করতে হয়েছিলো।

বক্তৃতায় জয়শঙ্কর গত কয়েক দশকে ভারতের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আজকের বিশ্ব আলাদা হওয়ায় আমাদেরকেও আলাদাভাবে চিন্তা, আলোচনা ও সম্পর্ক তৈরি করতে হবে। পেছনে পড়ে থাকলে চলবে না। জাতীয় স্বার্থের উদ্দেশ্যপ‚র্ণ অনুসরণের কারণে বৈশ্বিক গতিশীলতাই বদলে যাচ্ছে।
আরসিপিসি-তে ভারতের যোগ না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, খারাপ চুক্তি করার চেয়ে না করাই ভালো। ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ এই বক্তৃতামালার আয়োজন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন