বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পদত্যাগ করলো কুয়েত সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মোবারক দেশটির আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ এর কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সংসদীয় অধিবেশন শেষে জাবের পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে কুয়েতের বার্তা সংস্থা কুনা।
সরকারের মুখপাত্র তারেক আল মেজরেম জানিয়েছেন, মন্ত্রীসভাকে পুনরায় সাজানোর জন্যই এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার কুয়েতের গণপ‚র্তমন্ত্রী এবং গৃহায়ন প্রতিমন্ত্রী জেনান রমযান সংসদ চলাকালে তার বিরুদ্ধে ১০ জন সংসদ সদস্য অনাস্থা প্রস্তাব আনলে তিনি পদত্যাগ করেন। এর আগে দেশটির অর্থমন্ত্রীও পদত্যাগ করেছিলেন। দুর্নীতি দমনে ব্যর্থতা এবং সংস্কারের দাবিতে গত এক সপ্তাহ ধরে কাতারে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের মধ্যে দেশটির সরকার পদত্যাগ করলো। সদ্য পদত্যাগ করা জাবের মোবারক দশ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। কুয়েতে নতুন সরকার গঠনের দায়িত্ব কে নেবেন তা এখনও নিশ্চিত নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন