বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখায় তুরস্কে ৪ মেয়র আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ২:৩০ পিএম

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, কুর্দি বিদ্রোহীদের সাথে সম্পর্ক থাকার সন্দেহে চার মেয়রকে আটক করেছে তুরস্ক পুলিশ। শুক্রবার মারদিন প্রদেশের সাভোর, দারিক ও মাজিদাগি এবং সানলিউফরা প্রদেশের সোরাক শহরের মেয়রদের আটক করা হয়।

দেশটির বার্তা সংস্থা আনাদোলু জানায়, কুর্দিপন্থী দলের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়। কুর্দিপন্থী পিপল’স ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপির সদস্য এ মেয়ররা গত মার্চে নির্বাচিত হয়েছিলেন। সরকার এ দলকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সাথে সম্পর্ক রাখার দায়ে অভিযুক্ত করেছে।

এইচডিপি দলের ২০ জনের মতো মেয়রকে পদ থেকে সরিয়ে সরকারি প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে এবং তাদের মধ্যে ১৪ জন কারাদন্ড পেয়েছেন।
ডিএইচপির সাবেক সভাপতি সালাহাদ্দিন দিমিরতাসসহ দলের সাতজন সাবেক আইনপ্রণেতাও কারাগারে আছেন। ইউএনবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন