শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভেনিসের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জরুরি অবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চতুর্থ দিনের মতো শুক্রবারও জোয়ারের পানিতে ডুবে আছে ইতালির ভেনিস। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে শহরে পানির উচ্চতা ছিল ১ দশমিক ৫৩ সেন্টিমিটার। এ অবস্থায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভেনিসের সব স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ইতালির সরকার এবারের জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ভেনিসের পরিবার ও ব্যবসায়িদের জন্য ক্ষতিপ‚রণ ঘোষণা করেন। বাসস্থান ও পরিবারের জন্য সর্বোচ্চ ৫ হাজার ইউরো এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ইউরো ক্ষতিপ‚রণ দেওয়া হবে। ভেনিস প্রভেন্সির মেয়ের লুইজি ব্রুনিয়েরো ও ভেনিস রিজলাল মেয়ের লুকা জায়া সরকারি ওই প্রতিশ্রুতির কথা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন। দেশটির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে বলেছেন, তার মন্ত্রিসভা ভেনিসে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এছাড়াও গত মঙ্গলবার থেকে বন্যা শুরুর পর পুরো শহর যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তা মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে সরকারের তরফ থেকে ২০ মিলিয়ন ইউরো তহবিল ছাড়েরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন