বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপিত

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৯:৫৩ এএম

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পারটি হলে গত ১৫ নভেম্বর সন্ধ্যা থেকে রাত ১০ টা অবধি আনজুমানে আল ইসলাহ ইউএসএ শাখার আয়োজনে ঈদে মিলাদুননবী সা. উদযাপিত হয়েছে । এতে নিউইয়রক স্টেট ও সিটির অন্যান্য শাখা থেকে ব্যাপক সংখ্যক রাসুল প্রেমিক জনতার উপস্থিতি ছিল লক্ষ্যণীয় । সকলেই পুরো অনুষ্ঠান জুরে অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্ব মানবতার মুক্তির দুত, প্রিয় নবী হযরত মোহাম্মদ সা. এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা শুনেন । বিশিষ্ট আলেমে দ্বীন আললামা জালাল সিদদীকের সভাপতিততে ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া এবং হাফিজ ওহী আহমদ চৌধুরীর পরিচালনায় মিলাদুননবী সা. অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, ড. ওয়াসিম চেটিলা । প্রধান অতিথি ছিলেন, ড. হাজজ আল গাজজাই । অনুষটানে নিউইয়রক স্টেট, সিটি ও নিউজারসির বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবের মধ্যে বকতব্য রাখেন, মাওলানা সুননাতুর রহমান, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা মাসুদ ইকবাল, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মুতাকিল বিল্লাহ, সুফী আব্দুল মুততাকিম, মুফতি আনসারুল করীম, মাওলানা আব্দুন নুর, মাওলানা সৈয়দ সাজিদুল হক প্রমুখ । বকতারা তাদের বক্তব্যে রাসুল সা. এর জীবনের নানা দিক উপস্তিত সকলের সামনে তুলে ধরে বলেন, আল্লাহর হাবিবের গুনগানের শেষ নেই । উনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি পরযালোচনা করি তাতে দেখা যায় অন্ধকার সময়কে আলোকিত ও সমগ্র মানবজাতিকে সুন্দর আগামী উপহার দেয়ার জন্য উনার জন্ম হয়। উপসথিত ছিলেন, মাওলানা হাফিজ কাউসার আহমদ, হাফিজ জামসেদ হোসেন, হাফিজ এবাদুর রহমান, মাওলানা কুতুব আহমদ, মাওলানা শাহান, জুবায়ের আহমদ রাজু, আব্দুল কাইয়ুম, আশিক খান, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ । আলোচনার শেষে মিলাদ মাহফিল অনুষঠিত হয় ও ডিনার পরিবেশন করা হয় ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন