বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনপন্থী রাজাপাকসের পরিবার ফের শ্রীলঙ্কায় ক্ষমতায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১:৩৫ পিএম

চীনপন্থী হিসেবে পরিচিত রাজাপাকসে পরিবার ফের শ্রীলঙ্কায় ক্ষমতায়। প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন গোতাবায়া রাজাপাকসে। এতে উদ্বেগ বেড়েছে ভারতের। গোতাবায়ার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা দাবি করেছেন, শনিবারের নির্বাচনে ৫৩-৫৪ শতাংশ ভোট পেয়ে গোতাবায়া নির্বাচনী বিজয়ী হয়েছেন। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডের।

গোতাবায়ার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসা। তিনি আরেক সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। রানাসিংহে হার স্বীকার করে গোতাবায়াকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন।
গোতাবায়া দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই। তিনি ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে মাহিন্দা রাজাপাকসের সময় ছিলেন প্রতিরক্ষামন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন