বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে পেয়াঁজের হাটে পুলিশের অভিযান, মূহর্তেই দাম কমল ৫০ টাকা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৫:৪৩ পিএম

ময়মনসিংহের পুলিশ সুপার মো: শাহ অবিদ হোসেনের নেতৃত্বে নগরীর পেয়াঁজ হাটে অভিযান চালিয়েছে পুলিশ।
এ খবরে বাজারে তোলপাড় সৃষ্টি হলে মূহর্তেই দাম কমে গেল কেজি প্রতি ৫০ টাকা।
রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ নগরের মেছুয়া বাজার এলাকার পেঁয়াজের আড়ত ও খুচরা বাজারে অভিযান চালান জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। এ সময় কেজি প্রতি পেয়াঁজ ২২০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি করা হলেও মূর্ততেই কেজি প্রতি ৫০ টাকা কমিয়ে ১৭০ থেকে ১৮০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করে দেয় ব্যবসায়ীরা। এ সময় পাইকারি ও খুচরা বিক্রেতাদের পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের তথ্য উপাত্ত সংগ্রহ করেন জেলা পুলিশের সদস্যরা।
অভিযানকালে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সতর্ক ও সচেতনতা তৈরি করতেই আমরা অভিযান চালাচ্ছি। শুধু জেলা শহরে নয়, এমন অভিযান চলবে উপজেলা ও গ্রাম পর্যায়ের হাটবাজারগুলোতেও।
অভিযানে জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মোখলেছুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন