শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইভটিজিং প্রতিরোধে দলবদ্ধ প্রতিবাদের আহŸান

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নাটোরের লালপুরে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা সিতাংশু কুমার সুর চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং প্রতিরোধে দলবদ্ধ হয়ে তোমরা প্রতিবাদ করবে। বর্তমান সরকার নারীবান্ধব সরকার, তিনি নারীদের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের উদ্যোশ্যে তিনি আরও বলেন, একজন ভালো শিক্ষার্থী হতে হলে শুধু পুথিগত বিদ্যা নয় পাশাপাশি ভালো মানুষও হতে হবে আর তার জন্য মানসম্পন্ন শিক্ষক হতে হবে এবং অভিভাবকদেরও ভালো ভূমিকা রাখতে হবে।
গতকাল সকালে ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অনুষ্ঠিক সভায় প্রতিষ্ঠানের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন