শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষকের কারাদন্ড

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ঠাকুরগাঁওয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষকে কারাদন্ড দেয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোবাইল কোর্ট আকস্মিক পরিদর্শনকালে এ ঘটনা দেখতে পেয়ে ২ কক্ষ পরিদর্শক শিক্ষককে এই কারাদন্ডে দন্ডিত করেছে।

গত শনিবার সদর উপজেলার সালন্দর কামিল মাদরাসা জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে আটক করা হয় ওই দুই শিক্ষককে। অভিযুক্তরা হলেন, কক্ষ পরিদর্শক মনসুর আলী ও আয়েশা সিদ্দিকা। নিজেদের দোষ স্বীকার করায় তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন। একই সঙ্গে নিয়ম বর্হিভূতভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে অর্থদন্ড দেয়া হয় আরও দুই জন পরীক্ষা পরিদর্শককে।
এসময় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান, কেন্দ্র সচিব, ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন