শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে গেইল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৯:০০ পিএম

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার ড্রাফটে আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দেশি প্লেয়ারদের প্রথম দুই রাউন্ড শেষ হওয়ার পর শুরু হয় বিদেশি প্লেয়ারদের নিলাম। বিদেশি প্লেয়াদের নিলামে প্রথম সুযোগ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর প্রথম বাছাইয়েই তারা বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলকে। ঢাকা প্লাটুন প্রথম সুযোগে নিয়েছে শ্রীলঙ্কার মারকুটে অলরাউন্ডার থিসারা পেরেরাকে। রাজশাহী নিয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারাকে, খুলনা টাইগার্স দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশোকে নিয়েছে।
রংপুর রেঞ্জার্স প্রথম সুযোগে দলে ভিড়িয়েছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। কুমিল্লা ওয়ারিয়র্স নিয়েছে লঙ্কান ওপেনার কুশল পেরেরা এবং সিলেট থান্ডার্স প্রথম সুযোগে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডকে।
প্রথম রাউন্ডে যে দল যে বিদেশি ক্রিকেটারকে পেল :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস
ঢাকা প্লাটুন : থিসারা পেরেরা, ররি ইভান্স
খুলনা টাইগার্স : রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক
রাজশাহী রয়েলস : রবি বোপারা, হজরতুল্লাহ জাজাই
কুমিল্লা ওয়ারিয়র্স : কুশল পেরেরা, মুজিব-উর রহমান
রংপুর রেঞ্জার্স : মোহাম্মদ নবি, শাই হোপ
সিলেট থান্ডার্স : শেরফেইন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন