শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভূমি জরিপের মৌসুমী কর্মচারীরা মানবেতর জীবনযাপন

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে আশরাফুল আলম : রাণীশংকৈলসহ দিনাজপুর জোনে নিয়োগপ্রাপ্ত ১৬৫ জন ভূমি জরিপের মৌসুমী সর্দার আমিন, বদর আমিন ও চেইনম্যান কাজ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে জীবন-যাপন করছে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর একটি জাতীয় পত্রিকায় অধুনালুপ্ত ছিটমহলের মাঠ পর্যায়ে ভূমি জরিপ কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে দিনাজপুর জোনে ১১,১২ ও ১৩ নভেম্বর ১৬৫ জন মৌসুমী সর্দার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগপ্রাপ্ত মৌসুমী সর্দার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের এখনো কাজে যোগদান না করানোয় তারা পরিবার-পরিজনদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এ ব্যাপারে দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন জানান, তাদের যাচাই-বাছাই করা হয়েছে। তাদের কোন নিয়োগপত্র দেয়া হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ছিটমহলগুলোতে মাঠ পর্যায় সরকারের ডিজিটাল সার্ভে কাজ চলছে। বাংলাদেশ ডি.এল.আর এন্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন রংপুরজোনের সভাপতি ফরিদ আহম্মেদ জানান, তারা বিটিশ আমল থেকে এ কাজ করে আসছে। সরকার ইচ্ছে করলে তাদের ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ দিয়ে মৌসুমী কর্মচারীদের কাজে লাগাতে পারে। দিনাজপুর জোনের অধীন সর্দার আমিন রবিউল আওয়াল, স্বপন চন্দ্র রায়, হাবিবুর রহমান, বদর আমিন মোহাম্মদ আলী, চেইনম্যান আহসান হাবিব ও মীর মোশারফ হোসেন জানান, ভূমি রেকর্ড ও ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষের অবহেলায় তাদের কাজে যোগদান করা হচ্ছে না। মৌসুমী কর্মচারীরা জানান, তারা ব্রিটিশ আমল থেকে সুদক্ষ হাতে নকশা তৈরি ও ভূমি জরিপ করে আসছে। বর্তমানে মাঠ পর্যায় তাদের যোগদান করার কথা থাকলেও সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের স্থানে সার্ভেয়ার ও খালাসিদের নিয়োগ দেয়া হয়েছে। এনিয়ে তারা গত ৬ জানুযারি প্রধান মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে এবং দেশের বিভিন্ন জোনে মানববন্ধন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শাজাহান ১০ এপ্রিল, ২০১৮, ৯:৫১ এএম says : 0
আসসালামু আলাইকুম .....ভাই.আমি জানতে চাই...এইযে বদর আমিনের চাকরি এইটা টা কি ঠিক.না কি ভূয়া...
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন