বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিদেশের কারাগারে প্রতিদিন ২৩-২৪ ভারতীয়ের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১২ হাজার ২২৩ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। মুম্বাই ভিত্তিক তথ্য অধিকারকর্মী যতীন দেসাই বলেন, এর মানে হলো পর্যালোচনাধীন সময়ে বিদেশের মাটিতে গড়ে প্রতি মাসে ৭১৯ বা প্রতিদিন ২৩ থেকে ২৪ ভারতীয়ের মৃত্যু হয়। দেসাই জানান, তিনি অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত বিদেশের কারাগারে মৃত ভারতীয় এবং ভারতের কারাগারে মারা যাওয়া বিদেশিদের বিষয়ে জানতে চেয়ে আবেদন করেন। দেসাইয়ের এই আবেদন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়। গত সপ্তাহে মন্ত্রণালয়টির কনস্যুলার, পাসপোর্ট অ্যান্ড ভিসা ডিভিশনের (সিপিভি ডিভিশন) ডিরেক্টর টি অজুঙ্গলা জমির ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত বিদেশের কারাগারে মৃত ভারতীয়দের সংখ্যা জানান। এই অধিকারকর্মী ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) বলেন, আশ্চর্যজনক হলো তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিদেশের কারাগারে মৃত ভারতীয় এবং ভারতের কারাগারে মারা যাওয়া বিদেশিদের বিষয়ে কোনও তথ্য ছিল না।
হিন্দুস্তান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন