বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের উদারতায় বাঁচল ১৫০ ভারতীয় বিমানযাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। কিন্তু, এমন পরিস্থিতিতেও মানবিকতার ডাক অগ্রাহ্য করতে পারেনি পাকিস্তান। তাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদারতায় ভারতীয় একটি বিমানের ১৫০ জন আরোহী প্রাণে বেঁচে গেলেন। খবর গালফ নিউজ।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল ভারতের একটি যাত্রাবাহী বিমান। বিমানটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের করাচির পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় ঝড়ের কবলে পড়ে বিমানটি। বজ্রপাত থেকে বাঁচতে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনেন পাইলট। পাশাপাশি কাছাকাছি করাচি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠান তিনি। ওই বিপদ সংকেত পেয়ে সাথে সাথেই সাড়া দেয় পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাকিস্তানি এয়ার ট্রাফিক কন্ট্রোলার সঙ্গে সঙ্গে তৎপর হয়। জয়পুর থেকে ওমানের মাসকাটগামী বিমানটির পাইলটকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বাকি পথ পাড়ি দেয়ার অনুমতি দেয়া হয়। পাশাপাশি বিমানটিকে নিরাপদ এলাকা দিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেয়া হয়। ফলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করতে সক্ষম হয়।

উল্লেখ্য, বালাকোটের বিমান হামলার পর পাকিস্তান কয়েক মাস পর্যন্ত তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। ২৬ ফেব্রæয়ারি থেকে ভারত পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করতে পারেনি। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় দীর্ঘপথ অতিক্রম করে সউদী আরব পৌঁছতে হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই সময় আরব সাগরে ঘ‚র্ণিঝড় কিয়ারের প্রভাব চলছিল। পাকিস্তানের উপর দিয়ে প্রধানমন্ত্রীর বিমান যাওয়ার অনুমতি পেলে সরাসরি তা সুপার সাইক্লোন কিয়ারকে এড়িয়ে যেতে পারত। কিন্তু তা না হওয়ায় বিমানটিকে করাচির এয়ারস্পেশের পাশাপাশি এড়িয়ে যেতে হয় কিয়ারকেও। এর জেরে দিল্লি থেকে রিয়াদে পৌঁছতে ৪৫ মিনিট বেশি সময় লাগে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Khan Dinar ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৫ এএম says : 0
এর পরেও ভারত বলবে পাকিস্তান বালো না। আইচ্যা, বালো না অইলে বালো নিয়ে থাহো।
Total Reply(0)
Khan MD Zillur ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৫ এএম says : 0
সাম্প্রদায়িক উগ্রবাদী ধর্মান্ধ জাতি ভারত হলে এটা কখনোই করতো না।
Total Reply(0)
Riyad Islam ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৬ এএম says : 0
ভারত হলে গুলি করে বিমানটিকে মাটিতে নামিয়ে দিতো
Total Reply(0)
Toufik Meem ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৬ এএম says : 0
মনবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো পাকিস্তান।স্যালুট পাকিস্তান স্যালুট তোমাদের তোমরাই হিরো,তোমরাই সেরা।
Total Reply(0)
Monir Khan ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৬ এএম says : 0
আল্লাহ পাকিস্তান এর উছিলায় তাদের রক্ষা করেছেন।
Total Reply(0)
Md Asif Iqball ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৬ এএম says : 0
মুসলমান একটি শান্তিপ্রিয় উদার মনের অধিকারী । তাদের একটি লক্ষ্য এই দুনিয়ায় মানব কে রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হোক সে মুসলিম অথবা অন্য জাতি। ইসলাম একটি শান্তির প্রিয় ধর্মের নাম। ধর্ম'র প্রথম শিক্ষা হল মানব সমাজের উপকারে আশা। পাকিস্তানকে অসংখ্য ধন্যবাদ তারা আরেকবার প্রমান করল তারা শত্রু কে শুধু যুদ্ধের ময়দানে শত্রু মনে করে বাকি সময় বন্ধু হিসেবে।
Total Reply(0)
Shahriar Sujan ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৬ এএম says : 0
মুদির জন্য দেয়নি অথচ সাধারণ যাত্রীদের জন্য দিয়েছে এটাই মানবতা
Total Reply(0)
Nazir Islam ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৭ এএম says : 0
মুসলমানের ধর্ম আছে, তাই মানুষকে বিপদ থেকে সাহায্য করেছেন। আর এটাই ইসলামের শিক্ষা যা অন্য কোথাও নেই।
Total Reply(0)
Hanif Abu ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৭ এএম says : 0
এটাই মুসলমানদের নীতি। যেটা অন্য কোন ধর্মে নাই
Total Reply(0)
Mamoon Mozumder ১৮ নভেম্বর, ২০১৯, ১০:৪৯ এএম says : 0
প্রাণী জগতের মধ্যে সৃষ্টির সেরা জীব হলো মানুষ' বিবেক গ্য়ান আছে বলেই মানুষের মধ্যে দয়া, ক্ষমা এবং মানবিকতা বর্তমান ! আর পাকিস্তানের এসকল মানবিক গুণাবলীর প্রমাণ দিয়েছে তাড়া ' ধন্যবাদ পাকিস্তান !
Total Reply(0)
Maruf ১৮ নভেম্বর, ২০১৯, ১১:৩৮ এএম says : 0
এটাই হলো একটি অসম্প্রদায়িক দেশ। কারণ ইসলাম কখনো সাম্প্রদায়িকতা সমর্থন করে না। মদির শিক্ষা নেওয়া উচিৎ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন