শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

আবরার হত্যার বিচার শুনানি ৩ ডিসেম্বর শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৪৪ পিএম

পলাতক ৪ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী ৩ ডিসেম্বর শুনানি শুরু হবে। সোমবার চার্জশিট গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. কাউসারুল ইসলামের আদালত।
গত ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজামান।

গত ৬ অক্টোবর বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘শিবির সন্দেহে’ পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। সেদিন রাতে বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন