হঠাৎ করে সোমবার সকাল থেকে খুলনা অঞ্চলের সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। জানা যায়, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরী করার প্রতিবাদে শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে দূর-দূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এতে দেখা দিয়েছে জনদুর্ভোগ।
পরিবহন শ্রমিক নেতারা জানান, দুর্ঘটনার মামলায় জামিনযোগ্যসহ সড়ক আইনের কয়েকটি ধারায় সংশোধন করার দাবি রয়েছে তাদের। আইন সংশোধনের পরই এটি কার্যকর করা হোক। না করা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।
তারা আরও জানান, সরকারের বিভিন্ন দফতরে বারবার অনুরোধ সত্ত্বেও আইনটি সংশোধন ছাড়াই বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণে খুলনায় সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ২১ ও ২২ নভেম্বর শ্রমিক ফেডারেশন বর্ধিত সভা ডেকেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন