শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের কাছে আশ্রয় চাইলেন পাকিস্তানের এমকিউএম নেতা আলতাফ হুসেইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ২:৩৯ পিএম

যুক্তরাজ্যে নির্বাসিত পাকিস্তানের মুত্তাহিদা কওমী মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হুসেইন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। পাকিস্তানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তিনি মোদিকে আহ্বান জানিয়েছেন যে, তাকে এবং তার সহকর্মীদের যেন ভারতে আশ্রয় দেয়া হয় অথবা তার মামলা আন্তর্জাতিক আদালতে তুলতে তাকে সামান্য কিছু হলেও আর্থিক সহায়তা করা হয়। এ খবর দিয়েছে খালিজ টাইমস।
আলতাফ হুসাইন বলেছেন, তিনি ভারতে আশ্রয় পেতে চান কারণ সেখানে তার পূর্বপুরুষদের সমাধি রয়েছে। নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেন, যদি ভারতীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্রয় দিতে সম্মত হয় তবে আমি আমার সহকর্মীদের নিয়ে ভারতে যেতে প্রস্তুত। সেখানে আমার দাদ-দাদির সমাধি রয়েছে এবং সেখানে আমার অনেক আত্মীয়-স্বজনের সমাধি রয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেন, করাচিতে থাকা তার স¤পত্তি, বাড়ি ও কার্যালয় সব বাজেয়াপ্ত করা হয়েছে। তাই তিনি এখন নরেন্দ্র মোদির কাছে আর্থিক সহায়তা চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Azadul Islam ২ জানুয়ারি, ২০২০, ৩:১০ পিএম says : 0
এতেই অনুমান করা যায় সন্ত্রাসী দল কারা তৈরি করে। কারণ আপন লোকের কাছেই মানুষ আশ্রয় চায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন