বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পেয়াঁজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ৩:০২ পিএম

পেয়াঁজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নেতাকর্মীর অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের শমসেরনগর সড়ক থেকে এম সাইফুর রহমান সড়কের ওয়ের্ষ্টান প্লাজায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন ও জেলা বিএনপিসাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
সমাবেশ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক মো.হেলু মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছ বাহ উর রহমান,আলহাজ মতিন বক্স, মুজিবুর রহমান মজনু, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সহ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী,সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু,জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা এম এ হেকিম,সদস্য সচিব মাওলানা কাজী আব্দুর রহিম মজুমদার,জেলা তাঁতী দলের আহবায়ক আতাউর রহমান,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিএনপি,ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাঁতিদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,‘৭২ সালের মতো আর আমরা লঙ্গরখানা চাই না। ২০/৩০ টাকার পিয়াজ আজকে ২৫০টাকায় কিনতে হচ্ছে। চাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বেড়ে যাওয়াতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মানুষ আজ দিশেহারা। দেশে জনগনের সরকার বলতে কিছু নেই।
তারা বলেন,এই দেশ স্বাধীন দেশ। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাস করতে চাই। আজকে আমাদের উদাত্ত আহবান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে দুই কোটি টাকার মিথ্যামামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে। অথচ যে টাকা ব্যাংকে আছে,এই টাকা বেড়ে এখন ৮ কোটি টাকায় পরিণত হয়েছে। বর্তমান অবৈধ এই সরকারের ক্ষমতা প্রলম্বিত করতে মিথ্যামামলায় গনতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। নইলে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলে তাকে মুক্ত করা হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন