শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অভয়নগরে মায়েদের সচেতনতামূলক প্রশিক্ষণ

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

যশোরের অভয়নগর উপজেলা মহিলা অধিদপ্তরের অর্থায়নে নারী অধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে মাতৃত্বকালিন মায়েদের স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক। নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক ডা. সাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের উপাধ্যক্ষ রবিউল ইসলাম, নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নেত্রী মিনা সুলতানা, সাংবাদিক তারিম আহমেদ ইমন প্রমুখ। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত মা ও শিশুর স্বাস্থ্য, যৌতুক, তালাক, বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা, নারী শিশু পাচার ও প্রতিরোধ বিষয়ে সচেতনামূলক প্রশিক্ষণে ৩০জন মা অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন