শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

নাটকের মান উন্নয়ন হোক

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

আমরা বিনোদনের জন্য নাটক, ছবি, টেলিফিল্ম ইত্যাদি দেখে থাকি। কিন্তু আমি একটি বিষয় লক্ষ্য করছি, আমাদের দেশের পরিচালকদের নাটক, ছবি, টেলিফিল্ম সবকিছু প্রেম ভালোবাসার বাক্সে বন্দি হয়ে গেছে। আমার কাছে মনে হয়, তারা শুধু প্রেম-ভালোবাসা নিয়েই চিন্তাভাবনা করেন। এর বাইরে বের হতে পারেন না। আমরা কয়েক বছর আগেও দেখেছি, পরিচালকরা কত সুন্দরভাবে মানুষের সমাজ জীবনকে তাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তাদের প্রত্যেকের চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য ছিল, যার ফলে দর্শকরাও বিনোদন পেত। কিন্তু এখনকার পরিচালকদের সবার মূল প্রায় এক হওয়ায় দর্শকরাও বিনোদন পাচ্ছেন না এবং আগ্রহ হারিয়ে ফেলছেন। এসব কারণে তারা ঝুঁকে পড়ছেন বিদেশি নাটক, সিরিয়াল ও ছবির দিকে। আমাদের দেশি সংস্কৃতি থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। তাই পরিচালকদের দৃষ্টি আকষণ করে বলতে চাই, আপনারা সমাজের বিভিন্ন সমস্যা, অসঙ্গতি, জীবনের গল্প তুলে এবং সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশজ সংস্কৃতিকে রক্ষা করুন।

মো. ইমরান হোসাইন
ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন