শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় আংশিক পরিবহণ ধর্মঘট শুরু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ৫:০০ পিএম

পাবনায় নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবীতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে আংশিক পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের একপক্ষ পরিবহণ পুরোপুরি বন্ধ করতে চাইছেন, আর এক পক্ষ পরিবহণ চালানোর পক্ষে রয়েছেন। সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে । যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পতিত হয়েছেন। যে কোচগুলো রাজধানী এবং বাস অভ্যন্তরীণ রুটে যেতে চাইছে এদের সিডিউল ঠিক থাকছেন। অনিশ্চয়তার দোলাচলে পড়েছেন যাত্রীরা । একপক্ষ বলছেন, সড়ক দুর্ঘটনা কোনো ইচ্ছকৃত নয়, অনেক ক্ষেত্রে রাস্তার কারণে এবং মহা সড়কে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমনের , রাস্তার প্রস্থতা কম হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। শুধু চালকদের দোষারোপ করে আইনে শাস্তি দিলে হবে না, তার আগে রাস্তা-ঘাট ঠিক করা, করিমন-নছিমন মহা সড়কে চলাচল বন্ধ করা প্রয়োজন। ড্রাইভার দুলাল মিয়া, কাজল জানান কোনো চালক ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায় না। তবে তারা স্বীকার করেন অপরিপক্ব ড্রাইভার হলে দুর্ঘটনা ঘটে। এর জন্য প্রকৃত ড্রাইভারগণ দায়ী নন। সূত্র মতে, বিআরটিএ- এর এক শ্রেণীর অসাধু ব্যক্তি উৎকোচের বিনিময়ে লাইসেন্স প্রদান করে। যারা ঠিকমতো গাড়ির ব্রেক-এক্সলেটর চেনেন না। শুধু এক তরফা চালক-মালিকদের দোষ দিলে হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন