শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটের একাংশে ৮ ঘণ্টা ভোগান্তির পর বিদ্যুৎ সরবরাহ

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট নগরীর একাংশের বিদ্যুৎ সরবরাহ গতকাল মঙ্গলবার ভোর থেকে টানা বন্ধ থাকার পর অবশেষে দুপুরে চালু হয়েছে। এর আগে প্রায় ৮ ঘন্টা ধরে ভোগান্তিতে ছিলেন প্রায় ৩ হাজার গ্রাহক।
জানা যায়, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎহীন ছিল নগরীর চৌহাট্টা ট্রাফিক পয়েন্ট থেকে নয়াসড়ক পয়েন্ট, বারুতখানা, পূর্ব জিন্দাবাজার এলাকা। এতে হয়রানিতে পড়েন এলাকার বাসিন্দা ও ব্যবসায়িরা। বিদ্যুৎ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট পিডিবি ২ এর প্রকৌশলী নজরুল ইসলাম। তিনি জানান-নগরীর কয়েকটি এলাকার বৈদ্যুতিক লাইনের ইনসুলেটরে ফাটল দেখা দেওয়ায় সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ফাটলগুলো মেরামতকালিন সময়ে বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন