বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পেকুয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ১২:১৪ এএম


কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের দুর্গম পাহাড়ি গুদিকাটা এলাকায় সশস্ত্র দু’ডাকাত দলের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া ১২টি দেশে তৈরি বন্দুক ও ২৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশ লক্ষ্য করে ডাকাতদল গুলি ছুঁড়ে এতে ৫ পুলিশ আহত হয়। ঘটনা ঘটেছে ১৯ নভেম্বর (মঙ্গলবার) রাত ২ টার দিকে। নিহত ডাকাত পার্শ্ববর্তী রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলম (২৮)।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানান, নিহত ডাকাত মো. আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। মঙ্গলবার গভীর রাতে টইটং ইউনিয়নের গুদিকাটা গ্রামে দুই ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চালায়। এ সময় সশস্ত্র ডাকাত দল পুলিশ লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ডাকাত দলের সদস্যরা গহীন অরণ্যের দিকে পালিয়ে যায়। সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, এএসআই মেজবাহ উদ্দিনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পৃথক দু’টি মামলা হয়েছে পেকুয়া থানায়।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন