বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অপহৃত শিশুকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার চাচা গ্রেফতার

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে এক শিশুকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপন দাবির কয়েক ঘণ্টার মধ্যে একটি মেশিন ঘরের ভিতরে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির আপন চাচা মো: আলমকে গ্রেপ্তার করেছে। গত শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার বাসিন্দা প্রবাসী সাব্বির আহম্মেদের ছেলে শিহাব আহমেদ (০৭) বাসার সামন থেকে অপহরণ হয়। গতকাল রোববার ভোর রাত আনুমানিক ৩টার দিকে শিহাবকে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জমির্তা এলাকার সেচ পাম্পের মেশিন ঘর থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, শিশু শিহাব বাসার বাইরে খেলার সময় কৌশলে তাকে অপহরন করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে শিহাবের পরিবারের কাছে ১০ লাখ মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিহাবের পরিবার রাতেই সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে শিশুটিকে খুঁজতে থাকে। এর আগে পুলিশ নিখোঁজের ঘটনার বর্ণনা দিয়ে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়ে দেয়। এরই মধ্যে জমির্তা এলাকায় একটি মেশিন ঘরের ভিতরে গোঙ্গানীর শব্দ শুনে মেশিন ঘরের সাথে অন্য একটি ঘরের লোকজন মেশিন ঘরে গিয়ে হাত-পা ও মুখ বাধা অবস্থায় এক শিশুকে দেখতে পায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে সিংগাইর থানা হেফাজতে দিলে পুলিশ সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। শিশুটির দেয়া তথ্যমতে তার বড় চাচা মো: আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আলম পুলিশকে জানিয়েছে, টাকার জন্যই সে তার ভাতিজাকে অপহরণের পরিকল্পনা করেন। তাদের এ চত্রেু সে ছাড়াও আরও তিন জন ছিল। এদের মধ্যে জাহাঙ্গীর আলম নামে একজনের পরিচয় পুলিশকে জনালেও অন্য দুই জনের পরিচয় পুলিশকে বলেনি। এসআই শাহীন মোল্লা আরো জানায়, ঘটনার সাথে জড়িত আরো তিন জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন