শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত থেকে শিগগিরই পেঁয়াজ আসছে না!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৪:০১ পিএম

অসময়ে বৃষ্টির কারণে ভারতের সবজি রপ্তানি ধস নেমেছে। এক প্রকার বাধ্য হয়েই বিভিন্ন দেশে তাদের সবজি পণ্য পেয়াজ রপ্তানি বন্ধ করে দিতে হয়। বাংলাদেশেও তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াতে যাচ্ছে ভারত।
জানা গেছে, পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়াতে পারে ভারত।
সে দেশের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অসময়ে বৃষ্টির কারণে ভারতে উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে দেশটি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারে।

সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ ভারত পেঁয়াজ রপ্তানিতে হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বাংলাদেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতিতে বাড়তে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sohel ২০ নভেম্বর, ২০১৯, ৯:৪৬ পিএম says : 0
তোগো পেয়েজ লাগ বে না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন