শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৪:২১ পিএম

পাবনার সুজানগর উপজেলায় কাকলী নামের এক তরুণীকে গণধর্ষণের পর হত্যা করার মামলায় ২ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন পাবনার বিজ্ঞ আদালত। বুধবার বেলা ১২ টায় নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ওয়ালিউর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
পাবনা পিপি আব্দুস সামাদ খান রতন জানান, বিগত ২০১২ সালে সুজানগর উপজেলার ইকবাল ও আজিমুদ্দিন নামের দুই যুবক মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নিকটবর্তী রাজবাড়ী জেলার কালুখালীর কাকলী নামের এক তরুণীর সাথে। এই প্রেমের সূত্র ধরে কাকলীকে সুজানগরে ডেকে নিয়ে আসার পর গণধর্ষণের পর হত্যা করে লাশ একটি ডোবায় ফেলে ফেলে দেয়।

পুলিশ সুজানগরের নিয়োগী বনগ্রাম এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা লাশ হিসেবে উদ্ধার করে। ময়না তদন্তের পর গণধর্ষণ ও হত্যার বিষয়টি প্রমান হলে অনুসন্ধানে নামে পুলিশ। মোবাইল ট্রাকিং এ সংশ্লিষ্টতা পেয়ে ইকবাল, আজিমুদ্দিন, বাবুল ও ইয়াছিন নামের চারজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় পুলিশ।
উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে বিজ্ঞ বিচারক ইকবাল ও আজিমুদ্দিনকে মৃত্যুদন্ড ও একলাখ টাকা করে জরিমানার আদেশ দেন। ঘটনায় সংশ্লিষ্টতা প্রমানিত না হওয়ায় বকুল ও ইয়াছিনকে বেকসুর খালাস দেওয়া আদেশ দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন