শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় পুলিশের বাপকে ডাকেন!

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৫:১৫ পিএম

লবণের দাম বৃদ্ধির গুজবে মঙ্গলবার সকালে পাবনা বড় বাজারে শুরু হয় ৫০-৬০ টাকা কেজি দরে লবণ বিক্রি। খবর পেয়ে প্রশাসন ও র‌্যাব ড্রাইভ দেয়। থেমে যায় লবণের ঊর্ধ্বগতির বিক্রি। দুই জন দোকানী ঝেরে দৌড় দেন। সকাল ৯ থেকে ১০ টা পর্যন্ত একটানা লবণ বিক্রি করছিলেন থাকেন অসাধু ব্যবসায়ীরা। বিকালে সাঁথিয়া বাজারে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট একটি দোকানে গিয়ে লবণের কেজি কত ? জানতে চাইলে বলা হয় ৬০ টাকা কেজি। তিনি বলেন , ৩০ টাকা কেজি হলে এক কেজি দেন, দোকানীর সাফ জবাব নেন না হলে যান । ম্যাজিষ্ট্রেট বলেন, পুলিশকে খবর দেবো, দোকানী বলেন, পুলিশের বাপকে ডাকেন তাও কম হবে না। নির্বাহী ম্যাজিষ্ট্রেট একটু দূরে রাখা গাড়ির কাছে এসে পুলিশকে মোবাইল করার সাথে সাথে পুলিশ ঐ দোকানে এসে হাজির হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। পাবনার চাটমোহরে লবণ বেশী দামে বিক্রির হচ্ছে শোনা মাত্র থানার অফিসার ইনচার্জ সেখ নাছির আহমেদ মঙ্গলবার বিকালে চাটমোহর রেলওয়ে এলাকার বাজারে এসে লবণ বেশী দামে বিক্রির দায়ে বিসমিল্লাহ স্টোরের সত্বাধিকারী লুৎফর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম ব্যবসায়ী লুৎফরকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। আজ বুধবার পাবনার বড় বাজার ও শহরতলীর বাজার ঘুরে দেখে গেছে, লবণের বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন