শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রত্যেকটা দুর্ঘটনায় আমরা রেকর্ড করি, এর জন্য রেল দায়ী নয়: রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৭:২৩ পিএম

‘একজন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং দিয়ে রেললাইনে চলে আসেন, আর তার জন্য অ্যাক্সিডেন্ট হলো-এজন্য উনি দায়ী। আমার রেললাইনের ওপর আপনি কেন উঠেছেন? আমার রেলকে কেন উনি ধাক্কা দিলেন। এজন্য আমি উনাকে অভিযোগ করতে পারি। উনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না।’-রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এসব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, লোক পারাপার কিংবা বাস-ট্রাক পারাপার নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু রেলক্রসিং দেয়া হয়নি। রেলের সাধারণত নিরাপত্তার জন্য ক্রসিংগুলো আমরা দেই। কেউ যেন রেলকে ধাক্কা না দেয়, রেলকে যেন কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে, অন্য কোনো যানবাহন যেন রেলকে ধাক্কা না মারে, সেজন্য ক্রসিংগুলো রেখেছি। সেখানে লোক রেখেছি। কিন্তু অনেক সময় এ জিনিসটা রেলের ঘাড়ে চলে আসে।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর রেলভবনে মন্দবাগ ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ব্রিফিংয়ে এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রেলওয়ে সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, বাস, ট্রাক বা অন্য কোনো গাড়ি যদি রেলকে ধাক্কা দেয়, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ আনব। তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে না। কিন্তু একটা ভুল মেসেজ যাচ্ছে। প্রত্যেকটা রেল দুর্ঘটনায় কিন্তু আমরা রেকর্ড করি। এর জন্য রেল দায়ী নয়।

মন্ত্রী আরও বলেন, ‘এসব ক্ষেত্রে যারা রেলকে ধাক্কা দেয়, নিরাপত্তা বিঘ্নিত করে তারাই মূলত দায়ী। এজন্য ধাক্কাদানকারীদের নিকট আমরা ক্ষতিপূরণ চাইতে পারি। কিন্তু সেটা হয় না। কারণ যা কিছু ঘটুক, রেলের চেহারা সুরত বড় তাই সব দোষ রেলেরই হয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন