বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাজশাহী রয়্যালসে শোয়েব মালিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৭:৫৭ পিএম

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটের প্রাথমিক তালিকাতে ছিল পাকিস্তানের শোয়েব মালিকের নাম। তবে পরবর্তীতে নিজের নাম ড্রাফট থেকে প্রত্যাহার করে নেন মালিক। ড্রাফটের আগে এ খবর জানানো হয়।
নিয়মানুযায়ী যেকোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে ড্রাফটের বাইরে থেকেও দুজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। সে নিয়ম মেনেই শোয়েব মালিকের সাথে চুক্তিবদ্ধ করে তাকে দলে নিয়েছে রাজশাহী রয়্যালস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস কর্তৃপক্ষ। বরাবরের মতো দল গঠনে রাজশাহীর পছন্দ থাকে তরুণরা। যেখানে নামি-দামি ক্রিকেটার ছাড়াই চমক দিয়ে থাকে তারা।
তবে কিছুটা হলেও তারকাবহুল দল গড়েছে এবার। তাদের দলে আছেন লিটন দাস, আফিফ, ফরহাদ রেজাদের মতো তারকারা। আর বিদেশিদের ক্ষেত্রে টি-টুয়েন্টির সেরাদেরই নির্বাচনের চেষ্টা করেছে তারা। দলে আছেন বোপারা, জাজাই, ইরফানের মতো তারকা ক্রিকেটাররা। এবার যুক্ত হলেন অভিজ্ঞ শোয়েব মালিক।
দেশি তারকা : লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী রাহী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদী, নাহিদুল ইসলাম।
বিদেশি তারকা : রবি বোপারা (ইংল্যান্ড), হযরতুল্লাহ জাজাই (আফগানিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md.Raihan AkterRanju ২০ নভেম্বর, ২০১৯, ৮:৩১ পিএম says : 0
Nice
Total Reply(0)
Md.Raihan AkterRanju ২০ নভেম্বর, ২০১৯, ৮:৩১ পিএম says : 0
Nice Very good
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন