শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় অপহরণের ১২ ঘন্টার মধ্যে বাবু নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৮:২৯ পিএম

নওগাঁয় অপহরণের ১২ ঘন্টার মধ্যে ইব্রাহিম ওয়াশি বাবু (৩) নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর সাথে জড়িত সন্দেহে ৩ জন অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার তানোর উপজেলার ধানোরা গ্রামের আঃ রহিমের পুত্র আবুল কাশেম, নিয়ামতপুর উপজেলার পিরপুকুরিয়া গ্রামের শুকুর উদ্দীনের পুত্র শামসুজ্জামান বাবু ও ছাবুরুদ্দীনের পুত্র জুয়েল। অপহৃত বাবু জেলার নিয়ামতপুর উপজেলার পিরপুকুরিয়া গ্রামের শিক্ষক নাজমুল হকের পুত্র। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এ তথ্য জানান।

তিনি জানান, ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ইব্রাহিম ওয়াশি বাবু নিজ বাড়ীতে তার বড় ভাই লেভিন এর সাথে ল্যাপটপ নিয়ে লেখা করছিল। এসময় তার মা খাবার আনার জন্য অন্য ঘরে যায় ও বড় ভাই দাদার ঘরে যায়। এই সুযোগে উক্ত আসামীরা বাবুকে অপহরন করে নিয়ে যায়। বাবুকে না পেয়ে ওই রাতেই অননেক খোজাখুজি করে তারা। পরে বাবুর বাবাকে অপহরনকারীরা ০৯৬৩৮০৪৪৪৩২ নং থেকে ফোন করে বলে যে, “তোর ছেলেকে নিয়ে গেলাম যা করার করিস“। এ খবর পুলিশ জানালে পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের নেতৃত্বে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ওসি ডিবি ও ওসি নিয়ামতপুরসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বুধবার ভোর ৬টার সময় অপহরনকারীরা বাবুকে হাতপা বাধা অবস্থায় ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ীর পশ্চিম দিকে এক কিলোমিটার দুরে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। ভিকটিমকে উদ্ধার করে এবং এর সাথে জড়িতদের উক্ত ৩জন আসামীকে গ্রেফতার করে বলে জানান তিনি। এ ব্যপারে নিয়ামতপুর থানায় অপহৃতার বাবা বাদী হয়ে মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন