বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সড়ক ভেঙে খালে পরিণত চার গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার মিরুখালী কলেজ সংলগ্ন মিরুখালী-মুছল্লি­বাড়ি সড়কটির বিভিন্ন স্থান ভেঙে বড় বড় খালের সৃষ্টি হলেও দেখার যেন কেউ নাই। মিরুখালী, ওয়াহেদাবাদ, বাদুরা ও বড় শৌলা গ্রামের প্রায় ১০ সহাস্রাধিক শিক্ষার্থী ও জনসাধারণকে এই সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও জেলা শহর পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় ১৫ বছর পূর্বে ইট সলিং করার পর আর কোন সংস্কার করা হয়নি। সড়কের নিকটবর্তী ডাক্তার বাড়ির খাল ও ধোপার খালসহ পানি নিষ্কাশনের কয়েকটি নালা বাঁধ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় ধান ক্ষেতে আটকে পরা পানির চাপে মিরুখালী-মুছল্লিবাড়ি সড়কের বিভিন্নস্থান ভেঙে যায়। প্রাথমিক অবস্থায় ভাঙা স্থান সংস্কার না করায় বর্তমানে তা খালে রূপ নিয়েছে। ভাঙা স্থানে বর্তমানে সুপারি গাছের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে লোকজনকে পারাপার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ জানান, বর্ষা মৌসুমে সুপারি গাছের পিচ্ছিল সাঁকো পার হতে গিয়ে পথচারীদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। মিরুখালী কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কামাল জানান, বর্তমান শুকনা মৌসুমে রাস্তা সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমী অনেক মেয়েদের কলেজে আসা বন্ধ হয়ে যাবে। তিনি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন