শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পাকিস্তানের অর্থনীতি ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে

ইমরান খানের প্রশংসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

প্রায় চার বছর পর এই প্রথম ঘাটতি কাটিয়ে উদ্ধৃত্ত অর্থের দেখা পেল পাকিস্তান। গত মাসে পাকিস্তান স্টেট ব্যাঙ্কের (এসবিপি) হিসাবে ৯৯ মিলিয়ন ডলার (১৫৪৬ কোটি পাকিস্তানি রুপি) উদ্বৃত্ত হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের হিসাবে সেখানে ঘাটতি ছিল ২৮৪ মিলিয়ন ডলার (৪ হাজার ৪শ’ ৩৫ কোটি রুপি)। প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার হিসাবে অর্থ উদ্বৃত্ত থাকার প্রশংসা করে বলেছেন, ‘দেশের অর্থনীতি অবশেষে সঠিক পথে এগিয়ে চলেছে।’

ইমরান খান এক টুইটার বার্তায় বলেন, ‘আমাদের গৃহীত অর্থনৈতিক সংস্কারের ফলস্বরূপ পাকিস্তান অর্থনীতি অবশেষে সঠিক দিকে এগিয়ে চলেছে। চার বছর পরে প্রথমবারের মতো পাকিস্তানের চলতি হিসাবে উদ্বৃত্ত হয়েছে। ২০১৯ সালের অক্টোবরে হিসাবে ৯৯ মিলিয়ন ডলার যোগ হয়েছে। যেখানে একই বছরের অক্টোবর মাসে ঘাটতি ছিল ২৮৪ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালের অক্টোবরে ১,২৮০ মিলিয়ন ডলার ঘাটতি ছিল।’ তিনি বলেন, ‘আমাদের চলতি অর্থবছরের প্রথম চার মাসে চলতি অ্যাকাউন্টে ঘাটতির পরিমাণ গত বছরের তুলনায় ৭৩.৫ শতাংশ কমেছে। অক্টোবরে আমাদের পণ্য ও পরিষেবার রফতানি আগের মাসের তুলনায় ২০ শতাংশ এবং গত বছরের তুলনায় ৯.৬ শতাংশ বেড়েছে। আমি রফতানিকারকদের অভিনন্দন জানাই এবং আরও রফতানি করার জন্য তাদের উৎসাহিত করি।’ সূত্র : পাকিস্তান টুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন