বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাউখালীতে যাত্রীবাহী ট্রলারডুবি

পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:২৩ এএম


 পিরোজপুরের কাউখালীতে ১৫ জন পিএসসি পরীক্ষার্থীসহ ৪০ যাত্রীবোঝাই একটি খেয়া ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনা কবলিত যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও টুম্পা আক্তার নামে এক পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। এছাড়া ট্রলারে থাকা ৫টি মোটরসাইকেল ও দুর্ঘটনা কবলিত ট্রলারটির সন্ধান মেলেনি। গতকাল দুপুরে কাউখালী উপজেলার সন্ধ্যা নদী ও গাবখান চ্যানেল মোহনার আমড়াজুড়ি খেঁয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলার ডুবিতে নিখোঁজ পিএসসি পরীক্ষার্থী টুম্পা আক্তার উপজেলার আশোয়া গ্রামের গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে। নিখোঁজ টুম্পা স্থানীয় আশোয়া আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে এবার পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। ট্রলার ডুবির ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুতর আহত ঝালকাঠির সবুজ মিয়া (৩৫) ও পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার শহীদুল ইসলামকে (২২) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কাউখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা মিলে ৫টি মোটরসাইকেল উদ্ধার করলেও নিখোঁজ শিশু টুম্পার সন্ধান মেলেনি। বিকেলে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন রেখা বলেন, উদ্ধার অভিযান চলছে। এক শিশু নিখোঁজ রয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নামানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন